National News

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আর্জিতে সুপ্রিম কোর্টে ১০টি মামলা, কাল শুনানি ৫ বিচারপতির চেম্বারে

পুনর্বিবেচনার আর্জি নিয়ে শীর্ষ আদালতেরই দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৪
Share:

সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জির শুনানি।

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আর্জি শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। তবে সরাসরি আদালতের পদ্ধতি মেনে নয়। বিচারপতিদের চেম্বারে হবে শুনানি। কাল, বৃহস্পতিবার থেকেই শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ শুনবে এই মামলা। গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ের পর এই সংক্রান্ত মোট ১০টি মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে।

Advertisement

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গত ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল। অযোধ্যার মূল বিতর্কিত ২.৭৭ একর জমি রামলালাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুসলিম পক্ষকে। বিতর্কিত জমিতে রামমন্দির তৈরিতে বাধা নেই বলেও জানিয়ে দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ।

সেই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে শীর্ষ আদালতেরই দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। তাদের যুক্তি, বাবরি মসজিদে যে রাম লালার মূর্তি জোর করে বসানো হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটা মেনে নিয়েছে। হিন্দু শাস্ত্র মতে ওই মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হয়নি। তাই রাম লালা জমির মালিকানা দাবি করতে পারে না বলেও যুক্তি ছিল ল বোর্ডের। পাশাপাশি, মুসলিমদের পক্ষে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে পুনর্বিবেচনার আর্জিতে। তাদের এক পক্ষের দাবি, বেআইনি ভাবে ধ্বংস করা, ফৌজদারি অনুপ্রবেশ, আইনভঙ্গ এবং মসজিদের ক্ষতিসাধন ও ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে রায়ে। আবার অন্য একটি পক্ষের বক্তব্য, তাঁরা শান্তি ভঙ্গ করতে চান না। তাঁরা সব সময়ই শান্তিরক্ষা করেছেন। কিন্তু সব সময়ই অশান্তি ও অবিচারের শিকার হয়েছেন। তাই সুবিচার পেতেই তাঁরা পুনর্বিবেচনার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

এর পাশাপাশি নির্মোহী আখড়াও একটি মামলা দায়ের করেছে। মূল মামলাতেও অন্যতম পক্ষ ছিল তারা। কী ভাবে রামমন্দির তৈরি হবে বা মুসলিমদের জমি দেওয়া হবে, তা নিয়ে সরকারকে একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই ট্রাস্টে নির্মোহী আখড়ার কত জন থাকবে, সে বিষয়ে তাদের কাছে কোনও স্পষ্ট ধারণা নেই। যদিও সুপ্রিম কোর্ট রায়ে বলেছিল, নির্মোহী আখড়ার ‘পর্যাপ্ত প্রতিনিধি’ রাখতে হবে ট্রাস্টে। কিন্তু সেই ‘পর্যাপ্ত’ সংখ্যার অর্থই স্পষ্ট করতে চান আখড়ার প্রতিনিধিরা।

আরও পড়ুন: নাগরিকত্ব বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম, ত্রিপুরা, নামাতে হল সেনা

আরও পড়ুন: লাইভ: মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই: অমিত ॥ ভারতকে জুরাসিক যুগে ঠেলবেন না: কংগ্রেস

এই রকমই মোট ১০টি মামলা একত্রিত করে বৃহস্পতিবার থেকে শুনানি শুরু করছে শীর্ষ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement