—ফাইল চিত্র।
সুদর্শন টিভির ‘বিন্দাস বোল’ অনুষ্ঠানের দু’টি পর্বের সম্প্রচার বন্ধ করল সুপ্রিম কোর্ট। ওই দু’টি পর্ব আজ এবং আগামিকাল সম্প্রচারিত হওয়ার কথা ছিল। শীর্ষ আদালতের মতে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, পর্ব দু’টি সম্প্রচারিত হলে মুসলিম সমাজের মর্যাদাহানি হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে মুসলিমদের প্রশাসনে ‘ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র’ ফাঁস করবে বলে দাবি করেছিল ওই চ্যানেলটি। অভিযোগ ওঠে, ওই দু’টি পর্ব সম্প্রচারিত হলে মুসলিমদের বিনা কারণে কাঠগড়ায় তোলা হবে। সুপ্রিম কোর্টে এ ব্যাপারে মামলা হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি ইন্দু মলহোত্র এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়েছে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী গৌতম ভাটিয়া, সাদন পরাশর, আনাস তনভির আদালতে সওয়াল করেন। গৌতম ভাটিয়া বলেন, ‘‘ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে বক্তৃতা মুক্ত চিন্তার পথকে রুদ্ধ করে।’’ সর্বোচ্চ আদালতে সুদর্শন টিভির তরফে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থেই ওই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। ওই টেলিভিশনের আইনজীবী শীর্ষ আদালতে জানিয়েছেন, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সমস্ত রকম নিয়ম ও বিধি মেনেই।
উভয় পক্ষের বক্তব্য শোনার পরে শীর্ষ আদালত বলেছে, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ওই অনুষ্ঠানে যা দেখানো হয়েছে, তা মুসলিম সমাজের প্রতি অবমাননাকর। আমাদের মতামত হল যে, পাঁচ জন বিশিষ্ট নাগরিককে নিয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে। যাঁরা বৈদ্যুতিন মাধ্যমের জন্য একটি নির্দিষ্ট মান তৈরি করে দিতে পারবে।’’
আরও পড়ুন: স্ত্রী করোনা পজিটিভ হয়ে আইডিতে, কোয়রান্টিনে সূর্যকান্ত মিশ্র
আরও পড়ুন: ৫০ লক্ষে ভারত, তবু লকডাউনের গুণগান
সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তুষ্ট সুদর্শন নিউজের এডিটর-ইন-চিফ সুরেশ চওহানকে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘‘এটা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। চার ঘণ্টার অনুষ্ঠানের কয়েক সেকেন্ড আদালতে দেখানো হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে অনুসন্ধান চালিয়ে এই খবর করেছি। আমাদের বক্তব্য থেকে আমরা সরছি না।’’