মামলাকারীকে সাবধান করল শীর্ষ আদালত। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইনজীবীদের পদোন্নতি বিষয় একটি মামলার বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলাকারী নিজেও আইনজীবী। মামলার একটি অংশে তাঁর বক্তব্য, বিচারকদের আত্মীয়েরা আদালতে সিনিয়র আইনজীবী হয়ে যাচ্ছেন। এই ধরনের মন্তব্যের জন্য আইনজীবীকে সাবধান করল সুপ্রিম কোর্ট। মামলাকারী আইনজীবীকে ধমক দিয়ে শীর্ষ আদালতের প্রশ্ন, কত জন বিচারকের সন্তান সিনিয়র আইনজীবী হয়েছেন?
দিল্লি হাই কোর্টে সম্প্রতি ৭০ জন আইনজীবীর পদোন্নতি হয়েছে। তাঁদের সিনিয়র আইনজীবী করা হয়েছে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, ওই ৭০ জনকে সিনিয়র আইনজীবী পদ থেকে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেন ওই আইনজীবী। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। মামলার একটি অংশে বিচারকদের আত্মীয়দের প্রসঙ্গও উল্লেখ করা ছিল। মামলাকারীর সেই অভিযোগ শুনে ধমক দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তাঁকে প্রশ্ন করে, “আপনি কত জন বিচারকের নাম বলতে পারবেন, যাঁদের সন্তানের সিনিয়র (আইনজীবী) হয়েছেন?”
প্রশ্ন শুনে মামলাকারী আইনজীবী একটি তালিকার কথা জানান আদালতে। শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চকে তিনি জানান, তাঁর দাবির সমর্থনে একটি তালিকা জমা দিয়েছেন আদালতে। তবে মামলাকারী আইনজীবীর বক্তব্যকে গ্রহণযোগ্য বলে মনে করেনি সুপ্রিম কোর্ট। মামলা থেকে অভিযোগের ওই অংশ বাদ না দিলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও সাবধান করে শীর্ষ আদালত।
বিচারপতি গভই সতর্ক করে জানান, আদালত মুম্বইয়ের আজ়াদ ময়দান নয়, যেখানে নিজের মতো ভাষণ দেওয়া যায়। আদালত থেকে ভিড়ের উদ্দেশে মন্তব্য করা হয় না। এখানে আইনি যুক্তিতে কথা হয়।