Supreme Court

বিচারপতি বদলি নিয়ে কেন্দ্রকে নিশানা কোর্টের

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাব সময়সীমা মেনে পালন না করার জন্য কেন্দ্রের আইন মন্ত্রকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে বেঙ্গালুরুর আইনজীবীদের সংগঠন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ০৭:৪৩
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

বিচারপতিদের বদলি কেন বাছাই করে করা হচ্ছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে ক্ষোভ জানাল সুপ্রিম কোর্ট। বিভিন্ন হাই কোর্টের বিচারপতিদের নিয়োগ এবং বদলির প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকার যে ধরনের পদক্ষেপ করেছে, তা নিয়ে শীর্ষ আদালত আজ অসন্তোষ প্রকাশ করেছে।

Advertisement

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাব সময়সীমা মেনে পালন না করার জন্য কেন্দ্রের আইন মন্ত্রকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে বেঙ্গালুরুর আইনজীবীদের সংগঠন। শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কিষণ কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে আজ সেই মামলার শুনানি চলছিল।

মামলা চলাকালীন বিচারপতি কউল অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘‘আমাদের কাছে তথ্য রয়েছে যে আপনারা পাঁচজন বিচারপতির বদলির ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন। কিন্তু ছয় জনের ক্ষেত্রে সেই নির্দেশ দেওয়া হয়নি। এই ছয় জনের মধ্যে গুজরাত হাই কোর্টের চারজন বিচারপতি রয়েছেন। দিল্লি হাই কোর্টের একজন ও অন্যজন ইলাহাবাদের।’’ এরপরেই বিচারপতির মন্তব্য, ‘‘এতে ভাল বার্তা যাচ্ছে না। বাছাই করে বদলি করবেন না।’’ গুজরাত হাই কোর্টের চার বিচারপতিকে বদলি না করে কেন্দ্রীয় সরকার কী বার্তা দিতে চাইছে, তা নিয়েও প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট।

Advertisement

এ ছাড়া, কলেজিয়ামের প্রস্তাবিত নামগুলি থেকে আট জনকে কেন নিয়োগ করা হল না— তা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের মতে, বিচারপতি হিসেবে যে নামগুলিতে সরকার সবুজসঙ্কেত দিয়েছে, তাঁদের থেকেও সিনিয়র অনেককে ছাড়পত্র দেওয়া হয়নি। হরমিত সিংহ গ্রেওয়াল ও দীপেন্দর সিংহ নালওয়া নামে দুই শিখ আইনজীবীকে কেন পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন শীর্ষ আদালতের বিচারপতিরা। বিচারপতি হিসেবে নিয়োগের জন্য ওই দু’জনের সঙ্গে আরও তিন জন আইনজীবীর নাম ১৭ অক্টোবর প্রস্তাব করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement