Murder

মৃতকে যাবজ্জীবন, এক বছর পর ভুল শোধরাল সুপ্রিম কোর্ট

মৃত ব্যক্তিকে যাবজ্জীবন সাজা। গল্প নয়, এমনটা হল বাস্তবেই। আর এই আজব সাজা দিল শীর্ষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৬:২২
Share:

প্রতীকী ছবি

মৃত ব্যক্তিকে যাবজ্জীবন সাজা। গল্প নয়, এমনটা হল বাস্তবেই। আর এই আজব সাজা দিল শীর্ষ আদালত। পুরো বিষয় জানার পর সম্প্রতি সাজা প্রত্যাহার করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, এই মামলায় ইতিও টানা হয়েছে।

Advertisement

১৯৯৬ সালে একটি খুনের মামলায় গুরপাল সিংহকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। সেই সাজার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করে গুরপাল। ২০১০ সালে তাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। যদিও তার সাজা লাঘবের আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয় গত বছরই। আর যাবজ্জীবনের সাজাই বহাল রাখে শীর্ষ আদালত।

সমস্যাটা সেখানেই। ২০১০ সালে তাঁকে জামিন দেওয়ার পর ২০১৫ সালেই মারা যায় গুরপাল। কিন্তু আদালতের কাছে সেই খবর ছিল না। তাই ২০১৭ সালেতার পুরনো আবেদন নাকচ করে মৃত গুরপালের যাবজ্জীবনের সাজা বহাল রাখে শীর্ষ আদালত। শেষ পর্যন্ত কিছুদিন আগে আসরে নামে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। সুপ্রিম কোর্টকে গুরপালের মৃত্যুর কথা জানায় তাঁরা। এরপরই সিদ্ধান্ত প্রত্যাহার করার পাশাপাশি, এই মামলায় ইতি টানে শীর্ষ আদালত।

Advertisement

আরও পড়ুন: লকার ভাঙতেই ৫৫০ কোটির ‘গুপ্তধন’ বেঙ্গালুরুর অভিজাত ক্লাবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement