ছবি: সংগৃহীত।
পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দফতর কেন মাদ্রাসা পরিচালন কমিটির নিযুক্ত শিক্ষক, অশিক্ষক কর্মীদের বেতন বন্ধ করে রেখেছে, তা নিয়ে রাজ্যের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিচারপতিদের হুঁশিয়ারি, এখন কোভিড অতিমারির জন্য অনলাইনে শুনানি হচ্ছে। না-হলে সংখ্যালঘু দফতরের সচিবকে আদালতে তলব করা হত।
গত জানুয়ারিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের তৈরি মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধতা দিয়ে বলেছিল, কমিশনই রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করবে। কিন্তু তার আগে মাদ্রাসা পরিচালন কমিটি যে সব নিয়োগ করেছে, সেগুলিকেও বৈধতা দিয়েছিল শীর্ষ আদালত। রাজ্য সরকারকে তারা ওই সব শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিল।
সম্প্রতি বিভিন্ন মাদ্রাসার পরিচালন কমিটির দ্বারা নিযুক্ত প্রায় ২০০ জন শিক্ষক সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, রাজ্য সরকার এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। তাঁরা সংখ্যালঘু দফতরের সচিব গুলাম নবি আনসারির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। ওই শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতগি আজ আদালতে বলেন, গত ৬ জানুয়ারি এ পর্যন্ত পরিচালন কমিটি যে সব নিয়োগ করেছে তা বৈধ বলে রায় দেওয়া হলেও সংখ্যালঘু দফতর চুপ করে বসে রয়েছে। আইনজীবী আবু সোহেল জানান, সুপ্রিম কোর্ট ১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। ৭ ডিসেম্বর চূড়ান্ত শুনানি হবে।