সংসার ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সংসার ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। এক যুগলকে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। ২০২০ সালের মে মাসে বিয়ে হয়েছিল ওই যুগলের। কিন্তু পরে দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ওই যুগল একে অপরের বিরুদ্ধে ১৭টি মামলা করেন। সম্প্রতি শীর্ষ আদালত ওই ১৭টি মামলা খারিজ করে দেয়। ওই যুগলের বিবাহবিচ্ছেদে সিলমোহর দিয়ে সুপ্রিম কোর্ট দু’জনকেই ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা-র একক বেঞ্চে। বিচারপতির পর্যবেক্ষণ, “মামলার সঙ্গে যুক্ত দু’পক্ষই বয়সে ছোট। তাঁদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখা উচিত। সংসার ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। তাঁরা নতুন জীবন শুরু করুক।”
এই মামলায় স্ত্রী স্বামী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন। বিয়ের কিছু মাস পর থেকেই তিনি বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। শীর্ষ আদালত দু’পক্ষের আইনজীবীকে এই বিষয়ে যুক্তি-পাল্টা যুক্তি দেওয়া বন্ধ করার পরামর্শ দেয়। বৈবাহিক সম্পর্ক রক্ষা করা সম্ভব নয় বুঝেই আইনজীবীরী সুপ্রিম কোর্টকে বিশেষ অধিকার প্রয়োগ করে বিবাহবিচ্ছেদ অনুমোদন করার আর্জি জানায়। সুপ্রিম কোর্ট সেই মোতাবেক বিবাহবিচ্ছেদে সিলমোহর দেয়।