Supreme Court of India

‘স্বামীদের চাপ দিতে আইন নয়’

আত্মহত্যার আগে ভিডিয়ো ও সুইসাইড নোটে অতুল জানান, বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৯টি ভুয়ো মামলা করেছেন। প্রথমে মাসিক ২ লক্ষ টাকা ও পরে বছরে ৩ কোটি টাকা খোরপোশ চেয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৭:৩২
Share:

সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মহিলাদের কল্যাণের জন্য তৈরি আইনকে স্বামীদের হেনস্থা করতে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালতের বক্তব্য, খোরপোশের উদ্দেশ্য প্রাক্তন স্বামী-স্ত্রীর আর্থিক পরিস্থিতিকে সমান করা নয়। স্বামীর আয়ের উপরে নির্ভরশীল মহিলার যুক্তিসঙ্গত মানের জীবনযাপনের ব্যবস্থা করা। ইঞ্জিনিয়র অতুল সুভাষের আত্মহত্যার পরে দেশ জুড়ে বিতর্কের আবহে শীর্ষ আদালতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মত আইনজীবীদের। অন্য দিকে, নাতিকে তাঁর কাছে রাখতে চেয়ে সুপ্রিম কোর্টে সশরীরে হাজির করানোর আর্জি পেশ করেছেন অতুলের মা অঞ্জু মোদী।

Advertisement

আত্মহত্যার আগে ভিডিয়ো ও সুইসাইড নোটে অতুল জানান, বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৯টি ভুয়ো মামলা করেছেন। প্রথমে মাসিক ২ লক্ষ টাকা ও পরে বছরে ৩ কোটি টাকা খোরপোশ চেয়েছেন। ভিডিয়ো বার্তায় নিকিতার মা নিশা, ভাই অনুরাগ ও কাকা সুশীল সিংহানিয়ার বিরুদ্ধেও অভিযোগ করেন অতুল। অতুলের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে নিকিতা, নিশা ও অনুরাগকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

এ দিন এক বিচ্ছেদের মামলায় চূড়ান্ত খোরপোশ হিসেবে স্বামীকে ১২ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ কোর্টের বক্তব্য, ‘‘কেবল স্বামীর আয়ের নিরিখেই খোরপোশ স্থির করা যায় না। স্ত্রীর আয়, তাঁর যুক্তিসঙ্গত প্রয়োজন, বসবাসের অধিকারের মতো বিষয়ও যাচাই করতে হয়।’’ বিচারপতিদের বক্তব্য, ‘‘অনেকে স্বামীর আয়, সম্পত্তি উল্লেখ করে তাঁর সম্পদের সমতুল সম্পদ লাভের জন্য খোরপোশের অঙ্ক স্থির করার চেষ্টা করেন। এটা নিয়ে আমাদের গুরুতর আপত্তি আছে। বাড়তি টাকার দাবি মেটাতে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করাও গ্রহণযোগ্য নয়।’’

Advertisement

অন্য দিকে, অতুল-নিকিতার সন্তান কোথায় তা তাঁরা জানেন না বলে কয়েক দিন ধরেই দাবি করছিলেন অতুলের পরিবারের সদস্যেরা। এ দিন সুপ্রিম কোর্টে নাতিকে সশরীর হাজির করানোর আর্জি পেশ করেছেন অতুলের মা। তাঁর আর্জির ভিত্তিতে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও কর্নাটককে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। পুলিশ সূত্রে খবর, নিকিতা জানিয়েছেন তাঁর ছেলে সুশীল সিংহানিয়ার কাছে আছে। সুশীল এই দাবি উড়িয়ে দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement