কোর্টে ফের খারিজ কারনানের আর্জি

বিচারপতি সি এস কারনানকে গ্রেফতারি থেকে রেহাই দিতে দ্রুত মামলার চালানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে এরই মধ্যে গোটা পরিস্থিতি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত বিচারপতি চিঠি লিখেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০৩:১৬
Share:

বিচারপতি সি এস কারনানকে গ্রেফতারি থেকে রেহাই দিতে দ্রুত মামলার চালানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে এরই মধ্যে গোটা পরিস্থিতি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত বিচারপতি চিঠি লিখেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে।

Advertisement

কারনানের আইনজীবী ম্যাথুউস নেদুমপারা আজ সকালে সুপ্রিম কোর্টের সামনে আর্জি জানান, তাঁর মক্কেলকে গ্রেফতারি থেকে রেহাই দিতে মামলার দ্রুত শুনানি হোক। কিন্তু প্রধান বিচারপতি জে এস খেহর জানিয়ে দেন, যখন সময় হবে, মামলা তখনই শোনা হবে। একই আর্জি নিয়ে বারবার আদালতে আসার জন্য নেদুমপারাকে সতর্ক করে কোর্ট।

এ দিন এই মামলাকে ঘিরে আদালতে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল সাড়ে এগারোটা নাগাদ রেণুকা চোপড়া নামে কুরুক্ষেত্রের এক আইনজীবী দর্শক আসন থেকে চেঁচিয়ে ওঠেন, কারনানকে ন্যায়বিচার দেওয়া হোক। আদালত তাঁকে সতর্ক করে দেয়। এর পর মধ্যাহ্নভোজের পরে শীর্ষ আদালতে শুনানি শুরু হলে একই কথা বলতে থাকেন ওই আইনজীবী। এর পর আদালত কক্ষ থেকে তাঁকে বের করে দেওয়া হয়।

Advertisement

আদালত অবমাননার অভিযোগে কারনানের ছ’মাসের জেল আটকাতে গত ১২ মে-তেও সুপ্রিম কোর্টের সামনে আর্জি জানিয়ে ছিলেন ম্যাথুউস। কিন্তু সে দিনের মতো আজও রেহাই মেলেনি বিতর্কিত বিচারকের। নিখোঁজ বিচারক কারনানের তরফে মামলা চালানোর অধিকার দিয়ে সই করা একটি নথিও এ দিন কোর্টের সামনে তুলে ধরেন নেদুমপারা। এ দিকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুতে খোঁজ না মেলায় পুলিশের সন্দেহ কারনান হয়তো শ্রীলঙ্কায় পালিয়ে যেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement