সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
র্মস্থলে মহিলাদের উপর যৌন হেনস্থা রুখতে এই সংক্রান্ত আইন— সেক্সুয়াল হ্যারাসমেন্ট অব উম্যান অ্যাট ওয়ার্কপ্লেস (প্রিভেনশন, প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল) ২০১৩ বা পস-কে দেশব্যাপী রূপায়ণ করার উপর জোর দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ করার জন্যও আজ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি এন কোটেশ্বরের বেঞ্চ বলেছে, মহিলাদের উপর যৌন হেনস্থা আটকাতে সব সরকারি দফতর ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করতে হবে। তৈরি করতে হবে শি বক্স পোর্টাল, যেখানে মহিলারা অভিযোগ জানাতে পারবেন। গোটা বিষয়টি ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে বলেছে শীর্ষ আদালত। রাজ্যগুলির মুখ্যসচিবেরা বিষয়টির তদারকি করবেন। এই আইনের ৫ নম্বর অনুচ্ছেদকে তুলে ধরে বেঞ্চ আরও বলেছে, জেলাস্তরে অভিযোগ খতিয়ে দেখতে একজন আধিকারিককে নিয়োগ করতে হবে। স্থানীয় অভিযোগ কমিটিও গঠন করতে হবে।
কেন্দ্রের আইনজীবী শীর্ষ আদালতে জানান, শি বক্সের বিষয়টি সামনে রয়েছে। কিন্তু বেসরকারি সংস্থায় এই ধরনের অভিযোগ এলেও সরকার ঠিক ভাবে এগোতে পারে না। আদালত বলেছে, যৌন হেনস্থা রুখতে গঠিত কমিটিগুলিতে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের রাখার বিষয়ে জোর দিতে হবে।