জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইন নিজেদের মতো করে বদল আনায় পাঁচ রাজ্যের কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট।—ফাইল চিত্র।
সিঙ্গুর-নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া মনমোহন সিংহ সরকারের জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইনে রাজ্যস্তরে নিজেদের মতো করে বদল আনায় গুজরাত, ঝাড়খণ্ড-সহ পাঁচ রাজ্যের কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট।
মনমোহন সরকার জমি অধিগ্রহণে চাষিদের স্বার্থ বজায় রাখতে নতুন জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইন চালু করেছিল। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে শিল্পের স্বার্থে সেই আইন বদলের চেষ্টা করে বিল আনলেও সংসদে বিরোধিতার জেরে তা পাশ হয়নি। অর্ডিন্যান্স এনেও লাভ না হওয়ায় হাল ছেড়ে দেয় কেন্দ্র। শেষে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বলা হয়, আইনে নিজেদের মতো সংশোধন করে নিতে। মোদী সরকার নির্দেশিত সেই পথেই হেঁটেছে গুজরাত, ঝাড়খণ্ড, অন্ধ্র, তামিলনাড়ু, তেলঙ্গানা। ‘নর্মদা বাঁচাও আন্দোলনে’র নেত্রী মেধা পাটকর এই আইন বদলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন।
আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ তোলেন, আইনে সংশোধন করে একাধিক বদল আনা হয়েছে। চাষিদের সায় নেওয়ার শর্ত, সামাজিক প্রভাব খতিয়ে দেখা, পঞ্চায়েতের অংশগ্রহণ, বহু ফসলি জমি অধিগ্রহণে বিধিনিষেধের মতো একাধিক শর্ত তুলে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ এর জবাব জানতে চেয়ে নোটিস জারি করেছে।