ইয়াকুবের ফাঁসির বদলা নেবে বলে মা-কে জানিয়েছে টাইগার। তার কয়েক দিন পরেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে খুনের হুমকি দিয়ে চিঠি। এই দুই ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার পিছনে মুম্বই হামলার দোষী ইয়াকুবের ফাঁসির প্রতিশোধের ছায়া রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান।
দিন কয়েক আগে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রের কাছে একটি হুমকি চিঠি আসে। সাদা কাগজে লেখা ওই চিঠিতে তাঁকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। তবে কে বা কারা তাঁকে ওই চিঠি লিখেছে, তার কোনও উল্লেখ নেই। কেনই বা তাঁকে হুমকি চিঠি দেওয়া হয়েছে, তারও কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া নেই। তবে এই হুমকি চিঠির পিছনে গত ৩০ জুলাই ইয়াকুবের ফাঁসির ছায়াই দেখছে গোয়েন্দারা। সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ ইয়াকুবের ফাঁসির নির্দেশ কার্যকর করে, বিচারপতি মিশ্র ছিলেন তার অন্যতম সদস্য। চিঠিটা পেয়েই দিল্লির তুঘলক রোড থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগর ভিত্তিতে তদন্ত শুরুর পাশাপাশি বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তাও।