নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অক্ষয়কুমার সিংহের সাজা কমানোর আর্জির শুনানি স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্মবাধীন বেঁঞ্চে মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এ দিন আদালতে নির্ভয়ার পরিবারের হয়ে সওয়াল করতে আসেন তাঁর ভাইপো অর্জুন বোবদে। তাই প্রধান বিচারপতি নিজেকে সরিয়ে নেন বলে জানা গিয়েছে।
আগামিকাল সকাল সাড়ে ১০টায় নতুন বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। সেখানেই অক্ষয়ের আর্জির শুনানি হবে।
দিল্লির দূষণকে কাঠগড়ায় তুলে সাজা ফাঁসির সাজা পর্যালোচনা করে দেখতে আদালেত আর্জি জানিয়েছিল অক্ষয়কুমার। ক্ষমাভিক্ষা নয়, নতুন করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সে। তার যুক্তি ছিল, দিল্লির দূষণে তো এমনিতেই তার আয়ু কমছে। তা-হলে ফাঁসি দিয়ে লাভ কী!