ঘরে ফেরানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। ছবি- পিটিআই।
খুব বেশি দেরি করা যাবে না। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য রাজ্যগুলিকে আর মাত্র ১৫ দিন সময় দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, এর মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব পরিযায়ী শ্রমিককে তাদের ঘরবাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে রাজ্যগুলিকে।
বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কিষেণ কউল ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ শুক্রবার রাজ্যগুলির জন্য এই সময়সীমা বেঁধে দিয়েছে।
এ দিন বেঞ্চ বলে, ‘‘১৫ দিনের বেশি সময় দেওয়া যাবে না। এর মধ্যেই সব পরিযায়ী শ্রমিককে তাঁদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে রাজ্যগুলিকে। ওই সব শ্রমিকের ত্রাণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, রাজ্যগুলির তরফে তা আদালতকে জানানো হয়েছে। সেই মতোই ব্যবস্থা নিতে হবে।’’
আরও পড়ুন- দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু, নতুন করে করোনা আক্রান্ত ৯৮৫১
আরও পড়ুন- করোনা সংক্রমণ বাড়ছে, তাই এক বছর কোনও নতুন প্রকল্প নয়, জানাল অর্থমন্ত্রক
পরিযায়ী শ্রমিকদের যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ফেরাতে কেন্দ্রীয় সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, এ দিনের শুনানিতে তা জানতে চায় শীর্ষ আদালতের বেঞ্চ। কেন্দ্রের নেওয়া ব্যবস্থা সম্পর্কে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “গত ৩ জুন পর্যন্ত ৪ হাজার ২২৮টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। ঘরে ফেরানো হয়েছে ৫৭ লক্ষ মানুষকে। আরও ৪১ লক্ষ পরিযায়ী শ্রমিক সড়ক পথে ঘরে ফিরেছেন। ফলে, সব মিলিয়ে প্রায় এক কোটি মানুষ ঘরে ফিরতে পেরেছেন লকডাউনের সময়।’’
সলিসিটার জেনারেল আদালতে জানান, আরও কত জন শ্রমিককে ঘরে ফেরাতে হবে, তার জন্য কতগুলি বিশেষ ট্রেন চালানোর প্রয়োজন, তার হিসেবনিকেশও রয়েছে সরকারের কাছে। এমন তালিকা রাজ্যগুলির কাছেও রয়েছে। এও জানান, রাজ্যগুলির মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো হয়েছে উত্তরপ্রদেশ ও বিহারে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য শুধু মহারাষ্ট্র থেকেই চালানো হয়েছে ৮০২টি ট্রেন।