Pegasus

Pegasus: পেগাসাস তদন্তে তিন সদস্যের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, রিপোর্ট দিতে হবে আট সপ্তাহে

সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া বিশেষ তদন্তকারী দল পেগাসাস নিয়ে সমস্ত রকম অভিযোগের তদন্ত করবে। কথা বলবে অভিযোগকারীদের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১১:৫৮
Share:

পেগাসাস তদন্তে কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

পেগাসাস-কাণ্ডে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত নির্দেশ দেয়, তিন সদস্যের কমিটির মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রন। তাঁর সঙ্গে থাকবেন দুই সাইবার বিশেষ়জ্ঞ। সুপ্রিম কোর্ট কমিটির কাজের উপর নজরদারি চালাবে। বিশেষ তদন্তকারী এই দল পেগাসাস নিয়ে সমস্ত রকম অভিযোগের তদন্ত করবে। কথা বলবে অভিযোগকারীদের সঙ্গে। আট সপ্তাহ পর মামলার শুনানির দিন রিপোর্ট নেবে সুপ্রিম কোর্ট।

Advertisement

বুধবার পেগাসাস শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রমনা বলেন, ব্যক্তি গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিকদেরই নয়, প্রতিটি নাগরিকের গোপনীয়তার অধিকার সুরক্ষিত থাকা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement