Cash Recovery Controversy

‘নগদকাণ্ডে’ বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি! খারিজ করল সুপ্রিম কোর্ট

দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৫:৩৯
Share:
বিচারপতি যশবন্ত বর্মা।

বিচারপতি যশবন্ত বর্মা। —ফাইল চিত্র।

দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই আর্জি খারিজ করে দিল বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত চলছে। যদি তদন্তের রিপোর্টে কোনও ভুল ধরা পড়ে, তবে বিচারপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হবে অথবা বিষয়টি সংসদকে জানানো হবে।

Advertisement

শীর্ষ আদালতে আবেদনটি করেছিলেন দুই আইনজীবী ম্যাথুস নেদুমপাড়া এবং হেমালি সুরেশ কুরনে। ‘নগদকাণ্ড’ নিয়ে তিন বিচারপতির তদন্তের বিরুদ্ধেও আর্জি জানান তাঁরা। কিন্তু দুই বিচারপতির বেঞ্চ আবেদনটিকে ‘অপরিণত’ বলে খারিজ করে দেয়।

গত ১৫ মার্চ, অর্থাৎ হোলির দিন বিচারপতি বর্মার বাংলোয় আগুন লেগে গিয়েছিল। দমকলকর্মীরা আগুন নেভাতে গিয়ে বাংলোয় রাশি রাশি নগদ টাকা দেখতে পান বলে অভিযোগ। তাঁদের কাছ থেকেই খবর পায় পুলিশ। পরে পুলিশ গিয়ে টাকা উদ্ধার করে। বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গত শনিবার তিন বিচারপতির কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। এই কমিটিতে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্নাটক হাই কোর্টের বিচারপতি অনু শিবরমন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement