National News

ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের আর্জি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছে। আগামী কাল বুধবার সেই পরীক্ষা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৫:২৩
Share:

সুপ্রিম কোর্ট।— ফাইল ছবি।

গর্ভপাতের আর্জি নিয়ে গত সপ্তাহে আদালতের দ্বারস্থ হয়েছিল বছর দশেকের মেয়েটির পরিবার। কিন্তু, সেই আর্জি খারিজ করে দিয়েছিল চণ্ডীগড় জেলা আদালত। ধর্ষিতা ওই বালিকার ভ্রুণের বয়স ২৬ সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এই যুক্তিতেই গর্ভপাতের আর্জি খারিজ করে আদালত। এ বার, চণ্ডীগরের ওই নাবালিকার পাশে দাঁড়াল দেশের শীর্ষ আদালত। ফের নাবালিকার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিল তারা। তার ফল দেখে নাবালিকার গর্ভপাতের নির্দেশ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছে। আগামী কাল বুধবার সেই পরীক্ষা হবে। চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের চিকিৎসকদের একটি দল নাবালিকাকে পরীক্ষা করবে। আগামী শুক্রবারের মধ্যে মুখবন্ধ খামে সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে। তার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। পাশাপাশি আদালত ওই নাবালিকাকে নিরাপদে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: পান্ধের-কোহলিকে ফাঁসির সাজা

Advertisement

ওই বালিকার বাবা এক জন সরকারি কর্মচারী। মা গৃহবধূ। পুলিশ জানিয়েছে, বার বার মেয়েটিকে ধর্ষণ করেছে তার নিজের মামা। যার জেরে গর্ভবতী হয়ে পড়ে সে। এত কম বয়সে গর্ভবতী হওয়ার ঘটনা দেখে হতচকিত চিকিৎসকেরাও। মেয়েটির স্বাস্থ্যের কথা বিবেচনা করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার অভিভাবকেরা। গত সপ্তাহে নিম্ন আদালত জানিয়েছিল, ১৯৭১-এ ভারতীয় গর্ভপাত আইন অনুসারে ২০ সপ্তাহ অতিক্রম করে গেলে গর্ভপাতের অনুমতি দেওয়া হয় না। কারণ নির্দিষ্ট সময়ের পরে গর্ভপাত হলে মায়ের প্রাণের ঝুঁকি থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement