প্রতীকী ছবি।
যৌনকর্মীদের রেশন বণ্টন সংক্রান্ত তথ্য কোথায়? রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। ভর্ৎসনার সুরেই সোমবার শীর্ষ আদালত জানতে চাইল, ‘‘একই কথা কত বার বলতে হবে? আমরা কড়া কোনও পদক্ষেপ করছি না বলেই কি বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যৌনকর্মীদের রেশন বণ্টনের তথ্য যদি অন্য রাজ্যগুলি দিতে পারে তা হলে পশ্চিমবঙ্গ দিতে পারবে না কেন?’’
কোভিড পরিস্থিতিতে উপার্জনে টান পড়া যৌনকর্মীদের শুকনো রেশন দিয়ে সাহায্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের পাশাপাশি সব ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হয়েছিল, এ ব্যাপারে উদ্যোগী হতে। এমনকি রেশন বণ্টনের জন্য যাতে যৌনকর্মীদের পরিচয়পত্রে দেখার ব্যাপারে জোর না দেওয়া হয় সে কথাও বলা হয়েছিল নির্দেশে। সোমবার আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, ‘‘পশ্চিমবঙ্গ সরকার কি এর আাগে আদালতের দেওয়া নির্দেশ ভাল করে পড়ে দেখেনি? তা না হলে এ ব্যাপারে সরকারের তরফে সুপ্রিম কোর্টে যে হলফনামা পেশ করার কথা ছিল, তা এখনও জমা পড়েনি কেন।’’
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাাইয়ের ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি ছিল। দুই বিচারপতির বেঞ্চকে রাজ্যের আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যসাথী প্রকল্পের কথা জানান। এমনকি এই প্রকল্প যে দরিদ্রদের খাবার দেওয়ার জন্যই চালু করা হয়েছে সে কথাও বলেন। কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ তাতে সন্তুষ্ট হয়নি। রাজ্যকে তাঁরা এ বিষয়ে স্পষ্ট তথ্য-সহ হলফনামা জমা দিতে বলেন।