প্রতীকী ছবি।
কোভিড চিকিৎসার কাজে যুক্ত ডাক্তারদের কাজের মাঝে বিরতি দিতে হবে। মঙ্গলবার কেন্দ্রকে এমনটাই বলল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, টানা কাজ করার ফলে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে।
বিচারপতি অশোক ভূষণ, আর এস রেড্ডি এবং এম আর শাহের ডিভিশন বেঞ্চে কোভিডের সঠিক চিকিৎসা এবং কোভিডে মৃতদের সঠিক মর্যাদা দেওয়া নিয়ে একটি মামলা ওঠে। সেই মামলার শুনানি চালাকালীন সলিসিটর জেনারেল তুষার মেটাকে আদালত চিকিৎসকদের কাজের ফাঁকে বিরতির বিষয়টি নিয়ে ভেবে দেখার প্রস্তাব দেয়।
মেটা আদালতকে আশ্বস্ত করেন যে সরকার এই প্রস্তাবটি নিয়ে বিবেচনা করবে যাতে কোভিডের চিকিৎসা পরিষেবায় যুক্ত স্বাস্থ্যকর্মীরা এই সুযোগ পান।
এর পর আদালত বলে, “গত সাত-আট মাস ধরে চিকিৎসকরা কোনও বিরতি ছাড়াই কাজ করে চলেছেন। এটা খুবই বেদনাদায়ক বিষয়। এতে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে।”
কোভিড চিকিৎসা করতে গিয়ে বহু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিজেই আক্রান্ত হয়ে পড়ছেন। অনেকের আবার মৃত্যুও হয়েছে। দেশে কোভিড সংক্রমণের পর থেকে চিকিৎসক এবং স্বস্থ্যকর্মীরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।