কার্তি চিদম্বরম।
আদালতে ২ কোটি টাকা জমা দিলে বিদেশ সফরে যেতে পারবেন আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি ৩০৫ কোটি টাকার অর্থ তছরুপের মামলায় অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট তাঁকে শর্ত সাপেক্ষে বিদেশ সফরের অনুমতি দিয়েছে। বদলে জমানত হিসেবে আদালতে দিতে বলেছে ২ কোটি টাকা।
যদিও জমানতের এই অঙ্ক নিয়ে আপত্তি তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতকে তারা বলেছে, অন্য একটি আদালত কার্তি বিদেশ সফরের জন্য জমানত হিসেবে ১০ কোটি টাকা দিতে বলেছিল। ইডির মত, কার্তিকে ওই অঙ্কের অর্থই জমা দিতে বলা উচিত ছিল।
আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত কার্তি ২০১৯-এর ডিসেম্বরে জামিন পান। তার আগে দিল্লির তিহাড় জেলে প্রায় ৪ মাস কাটান তিনি। এর আগেও তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। এ বছরের শুরুতেই ১০ কোটি টাকা জমানতের বিনিময়ে সুপ্রিম কোর্ট বিদেশ সফরে যেতে অনুমতি দিয়েছিল কার্তিকে। তবে দ্বিতীয় বারের শর্তসাপেক্ষে বিদেশ সফরের অনুমতিতে জমানতের অঙ্ক কমে যাওয়ায় তা নিয়ে আপত্তি তুলেছে ইডি।
চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন পিটার মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইএনঅক্স মিডিয়ায় কার্তি বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ এনে দিয়েছিলেন। চিদম্বরমের সরকারি পদের সুবিধা নিয়েই কার্তি আইন ভেঙে ওই বিপুল বিনিয়োগ এনেছিলেন বলে অভিযোগ ওঠে। এই মামলায় কার্তিকে প্রথম ২০১৮ সালের মার্চে গ্রেফতার করা হয়েছিল। সে বার ২২ দিন জেলে থাকার পর দিল্লি হাইকোর্ট জামিন দেয় কার্তিকে।