বিস্ফোরণে উড়ে যাওয়া পুলিশের সেই গাড়ি। ছবি: রয়টার্স।
পুলিশের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণে নিহত এক শিশু এবং এক পুলিশকর্মী। আহত হয়েছেন ২০ পুলিশকর্মী-সহ ২৪ জন। বুধবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কোয়েটা প্রদেশের বালেলি এলাকায়।
পাকিস্তানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশের একটি ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎই জোরালো বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণে পুলিশের গাড়িটি বেশ কয়েক বার পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। বিস্ফোরণে ২৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে।
কোয়েটার ডিআইজি গুলাম আজফার মাহেশার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারীর দেহাংশও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে, গাড়ি পাল্টি খেয়ে খাদে গিয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী দল, বম্ব স্কোয়াড। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই বিস্ফোরণে পুলিশের গাড়ি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েকটি গাড়ি। পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে নিহত শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।
‘ডন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।