ছবি: সংগৃহীত।
‘ইউপিএসসি জেহাদ’ নিয়ে একটি টিভি অনুষ্ঠানের সম্প্রচারে সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই স্থগিতাদেশ তোলার আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন টিভি চ্যানেল কর্তৃপক্ষ। সুদর্শন টিভি নামে এক খবরের চ্যানেলের ‘বিন্দাস বোল’ অনুষ্ঠান নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। গত ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ওই অনুষ্ঠানের প্রথম চারটি পর্ব সম্প্রচারিত হয়েছিল। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর ওই অনুষ্ঠানের বাকি ছ’টি পর্ব সম্প্রচার করানোর উপরে স্থগিতাদেশ জারি করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত এই অনুষ্ঠান সংক্রান্ত একটি মামলার শুনানিতে বলেছিল, অনুষ্ঠানটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানহানি করার জন্য তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে। সুদর্শন চ্যানেলের এডিটর-ইন-চিফ সুরেশ চাভাঙ্কে রবিবার আদালতকে জানিয়েছেন, আইন মেনেই তাঁরা অনুষ্ঠানের বাকি পর্বগুলি সম্প্রচার করতে চান। শীর্ষ আদালত চ্যানেলকে সোমবার হলফনামা জমা করতে বলেছে।
এর মধ্যে রবিবারই ‘নিউজ় ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন’ এই মামলাতেই সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, অনুষ্ঠান সংক্রান্ত তাদের বিধি যেন সরকারি নিয়মের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়।