Suicide

‘আত্মহত্যা করছি বলে ক্ষমাপ্রার্থী’, যোগ চর্চায় গিয়ে হস্টেলের ছ’তলা থেকে ঝাঁপ ছাত্রের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিনায়ক মিশ্র। ইনদওরের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত সে। স্কুলের হস্টেলে থাকত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

হস্টেলের ছ'তলা থেকে ঝাঁপ দিয়ে শনিবার আত্মহত্যা করল একাদশ শ্রেণির ছাত্র। উদ্ধার হল একটি সুইসাইড নোট। সেখানে লিখেছে, আত্মহত্যা করার জন্য সে ক্ষমাপ্রার্থী। মধ্যপ্রদেশের ইনদওরের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিনায়ক মিশ্র। ইনদওরের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত সে। স্কুলের হস্টেলে থাকত। ইনদওরের স্বদেশ ভবনের নীলগিরি হস্টেলের বাসিন্দা ছিল সে। পুলিশ আধিকারিক মণীশ লোধা জানিয়েছেন, স্বদেশ ভবনের ছ'তলায় যোগাভ্যাস করতে গিয়েছিল বিনায়ক। একটি সুইসাইড নোট রেখে ঝাঁপ দেয় সে। দেখে ছুটে আসেন স্থানীয়েরা। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই স্বদেশ ভবনেরই ছাত্রীদের হস্টেলে থাকে কিশোরের বোন। তাকে খবর দেওয়া হয়। পুলিস স্বদেশ ভবনের ছ'তলা থেকে যে সুইসাইড নোট পেয়েছে, তাতে লেখা ছিল, ‘‘আত্মহত্যা করছি বলে ক্ষমাপ্রার্থী। মৃত্যুই হল বাস্তব। সকলকে মেনে নিতেই হবে।’’ ছাত্রের দেহের ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement