Suicide

‘আমার মতো আরও অনেকে মরবে’! শিক্ষকের বিরুদ্ধে জোর করে মদ্যপান করানোর অভিযোগ তুলে আত্মঘাতী ছাত্র

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বান্টি ধাক্কড়। কোলারস রেলস্টেশন থেকে কিছুটা দূরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১১:২১
Share:

অভিমানে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির পড়ুয়া। প্রতীকী ছবি।

তাঁর মতো আরও অনেক ছাত্রছাত্রী মরবে। একটি ভিডিয়োয় শিক্ষকের বিরুদ্ধে জোর করে মদ্যপান করানোর অভিযোগ তুলে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিরপুরী জেলায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বান্টি ধাক্কড়। কোলারস রেলস্টেশন থেকে কিছুটা দূরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রেললাইন ধরে এক কিশোর ইতস্তত ভাবে হাঁটছিল। একটি ট্রেন আসতেই তার সামনে ঝাঁপ দেয় সে। চালক আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করেন। কিন্তু বান্টিকে বাঁচানো যায়নি।

তদন্তে নেমে বান্টির মোবাইল উদ্ধার করে পুলিশ। মোবাইল ঘেঁটে তথ্য উদ্ধারের সময় একটি ভিডিয়ো নজরে আসে তদন্তকারীদের। সেই ভিডিয়োয় এক শিক্ষকের বিরুদ্ধে তাকে জোর করে মদ্যপান করানোর অভিযোগ তুলেছে সে। বাড়িতে পড়ানোর সময় ছাত্র-ছাত্রীদের মদ্যপান করতে বাধ্য করেন ওই শিক্ষক। অনেকে আপত্তি জানালেও তা কানে তেলোন না। মদ্যপান করতে না চাইলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দেন বলেও অভিযোগ তুলেছে বান্টি।

Advertisement

তার পরই ভিডিয়োবার্তায় সে বলে, ‘‘শুধু আমিই নয়, আমার মতো অনেকেরই এই পরিস্থিতি হবে। অনেক ছাত্রই এ ভাবে আত্মহত্যার পথ বেছে নেবে।’’ বান্টির পরিবারের তরফে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। তার পরই গ্রেফতার করা হয়েছে শিক্ষককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement