—প্রতীকী ছবি।
নতুন বছরে শপিং মলে গিয়ে ছবি তুলতে চেয়েছিলেন তরুণী। কিন্তু বাবা-মায়ের কাছ থেকে বাইরে বেরোনোর অনুমতি পাননি। ঘরবন্দি করে শেষে মৃত্যুর পথ বেছে নিলেন তরুণী। ঘটনাটি রবিবার সকালে বেঙ্গালুরুর সুধামনগর এলাকায় ঘটে। মৃতের নাম বর্ষিণী (২১)।
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর একটি কলেজে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করছিলেন বর্ষিণী। পড়াশোনার পাশাপাশি ফোটোগ্রাফি নিয়ে একটি প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি।
নতুন বছরে শপিং মলে গিয়ে ফোটোশুটের ইচ্ছা হয়েছিল তাঁর। কিন্তু বাবা-মায়ের কাছে ফোটোশুটের অনুমতি পাননি তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বাড়ি থেকে অনুমতি না পাওয়ার পর সোজা নিজের ঘরে চলে যান বর্ষিণী। ঘরবন্দি করে আত্মহননের পথ বেছে নেন তিনি। বহু ক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নেন বাবা-মা। ঘরের ভিতর থেকে তরুণীর দেহ উদ্ধার করেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে বর্ষিণী মৃত্যুর পথ বেছে নিলেন, তা জানার জন্য এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। মৃত্যুর আগে কারও সঙ্গে তরুণী যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কি না, তা জানার জন্য বর্ষিণীর মোবাইল ফোন খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পর তরুণীর দেহ তাঁর পরিবারকে হস্তান্তর করা হয়েছে।