ছবি: সংগৃহীত।
কলেজ থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাস থেকে পড়ে মারা গেলেন এক ছাত্র। তামিলনাড়ুর সালেমের এক বেসরকারি কলেজের ওই ছাত্র কলেজের বাসেই বাড়ি ফিরছিলেন। তাঁর সহপাঠীরা জানিয়েছেন, বাড়ির স্টপেজে পৌঁছনোর আগেই তড়িঘড়ি চলন্ত বাস থেকে নামার চেষ্টা করতে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
তামিলনাড়ুর ওই বেসরকারি কলেজ ছাত্রের নাম আব্দুল কালাম। তিনি বি.কমের শেষ বর্ষের ছাত্র। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটার ঠিক আগেই বাসের পাদানির একে বারে শেষ ধাপে এসে দাঁড়াচ্ছেন দুই ছাত্র। বাস থামার অপেক্ষা করতে করতেই কালামকে ছিটকে যেতে দেখা যায় বাসের দরজার বাইরে।
পুলিশ জানিয়েছে, বাস থেকে পড়ে যাওয়ার পরেই বাসের পিছনে চাকায় পিষে যান কালাম। সেখানেই তাঁর মৃত্যু হয়।
সিসিটিভি ভিডিয়োয় দেখা গিয়েছে, পুরো ঘটনাটি দেখে কালামের সহপাঠীও চলন্ত বাস থেকে ছুটে নেমে যান। বাসের অন্য ছাত্রছাত্রীরা জানিয়েছেন, এই ঘটনার পর চালককে বার বার বাস থামাতে বললেও তিনি বাস থামাননি। পুলিশ এই ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে মামলা করেছে। শুরু হয়েছে তদন্তও।