শুনশান বাস স্ট্যান্ড। আগরতলা।—ছবি পিটিআই।
নাগরিকত্ব বিল নিয়ে উত্তপ্ত ত্রিপুরায় আজ কংগ্রেসের ডাকা ২৪ ঘণ্টার বন্ধ নির্বিঘ্নেই হল। আগরতলা শহরে দু’-একটি ছোটখাটো ঘটনা ছাড়া বড় কোনও গন্ডগোলের খবর নেই। আগরতলা আজ সুনসান ছিল। বন্ধ ছিল দোকানপাট, স্কুল-কলেজও। অধিকাংশ অফিস কাছাড়িতে উপস্থিতির হার ছিল কম। অন্য দিকে, গত রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হস্তেক্ষেপে বিল-বিরোধী যৌথমঞ্চ বন্ধ প্রত্যাহার করে। ফলে গত কয়েক দিনের লাগাতার অবরুদ্ধ জনজাতি অধ্যুষিত এলাকায় আজ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। বিভিন্ন এলাকায় প্রশাসনের চেষ্টায় শান্তি বৈঠক হয়। তবে শেষ বেলায় ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার হরিপুরে জনজাতি ও অ-জনজাতিদের মধ্যে সংঘর্ষ বাধে। বাড়িঘর, দোকানপাট ভাঙচুর হয়েছে। এলাকায় ডিআইজি, এসপি ঘটনাস্থলে গিয়েছেন। বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
বিজেপি আজ কংগ্রেসের ডাকা বন্ধের তীব্র সমালোচনা করেছে। বলা হয়েছে, রাজ্যে অশান্তি তৈরির লক্ষ্যেই এই বন্ধ ডাকা হয়। কংগ্রেস মুখপাত্র তাপস দে এই বন্ধে সাধারণ মানুষের সাড়ায় আশাবাদী। তাঁরা দাবি, রাজ্যে বিজেপির পায়ের তলার মাটি সরছে।