বন্দে ভারত ট্রেনের জানলার কাচে ফাটল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে আবার পাথর ছোড়ার অভিযোগ। পাথরের ঘায়ে ওই ট্রেনের একটি জানলার কাচ ফেটে গিয়েছে। যাত্রীরা সুরক্ষিত আছেন। এই ঘটনায় ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের লখনউ থেকে উত্তরাখণ্ডের দেহরাদূনের দিকে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। দেহরাদূনের আগে খারাঞ্জা কুতুবপুরের গ্রামের উপর দিয়ে যাওয়ার সময়ে ট্রেনে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। সি-৬ কামরার একটি জানলায় পাথর এসে সজোরে আঘাত করে। তাতে জানলার কাচে বড়সড় ফাটল তৈরি হয়। কাচ ভেঙে পাথর ভিতরে ঢুকে গেলে যাত্রীদের আঘাত লাগতে পারত। এই ঘটনার পর ওই বন্দে ভারতের চালক মোরাদাবাদের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন। পাথর ছোড়ার কথা সেখানে জানানো হয়। সেখান থেকে খবর পায় রেলপুলিশও।
রেলপুলিশের একটি দল খবর পেয়ে পৌঁছে যায় খারাঞ্জা কুতুবপুরের গ্রামে। সেখানে তল্লাশি চালিয়ে ২২ বছরের যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সলমন। তিনিই বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
রেলপুলিশের ইনস্পেক্টর রবি কুমার সিওয়াচ জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে রেলওয়ে আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। কেন তিনি ট্রেনে পাথর ছুড়লেন, আগেও এই কাজ করেছেন কি না, আরও কেউ এই কাজের সঙ্গে যুক্ত কি না খতিয়ে দেখা হচ্ছে।