Bihar

Bihar: উচ্ছেদ অভিযান ঘিরে পটনায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ! জখম পুলিশ সুপার-সহ অনেকে

পটনার নেপালি নগরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৩:২১
Share:

ছবি টুইটার।

উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড পটনার নেপালি নগর এলাকায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লেন ক্ষিপ্ত জনতা। স্থানীয়দের আক্রমণের রোষে পড়ে জখম হয়েছেন পুলিশ সুপার। আহত বহু। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

Advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, ওই এলাকায় ৭০টি বাড়ি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উচ্ছেদ অভিযান শুরু হলে বাধা দেন স্থানীয়রা। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেধে যায়।

নেপালি নগর এলাকায় কয়েকটি বাড়ি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি খালি করার জন্য এক মাস আগে নোটিস দেওয়া হয়। রবিবার উচ্ছেদ অভিযানে বাধা দিতে এলাকায় জড়ো হন বাসিন্দারা।

Advertisement

রবিবার উচ্ছেদ অভিযানের জন্য ১৪টি বুলডোজার আনা হয়। মোতায়েন করা হয় দু’হাজার পুলিশকর্মী।

উল্লেখ্য, তিন দিন আগেই পটনা জেলাশাসকের ঐতিহাসিক অফিসবাড়ি ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement