রাত থেকে লম্বা লাইন, টিকিট না পাওয়ার ক্ষোভ, পুলিশের লাঠি, কড়া নিরাপত্তা ব্যবস্থা, দেশ বিদেশের খেলোয়াড়দের অনুশীলন— সব মিলিয়ে ১ অক্টোবরের দিকে তাকিয়ে উত্তর-পূর্ব। সব রাস্তাই যেন সরুসজাইমুখী।
তৃতীয় ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধন উপলক্ষে সাজো সাজো রব গুয়াহাটির সরুসজাইয়ের ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে। ৩০ সেপ্টেম্বর বরদলৈ ট্রফির ফাইনাল। পরের দিনই শুরু আইএসএল। রয়েছে দুর্গাপুজোও। সব মিলিয়ে চরম ব্যস্ততা পুলিশের। আইএসএলের টিকিট নিয়ে হাহাকার ঠেকাতে প্রতি দিনই অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হচ্ছে স্টেডিয়ামের সামনে। চলছে হাতাহাতি। সেই সঙ্গে উদ্বোধনে ঠিক কত জন ভিআইপি আসছেন তার বিশদ বিবরণ এখনও পুলিশের হাতে না আসায় প্রমাদ গুনছেন গুয়াহাটির কমিশনার হীরেণ নাথ ও আইন-শৃঙ্খলা শাখার বিশেষ ডিজি কুলধর শইকিয়া।
এমনিতেই রাজ্যের ভিআইপি ডিউটিতে মোতায়েন অনেক কনস্টেবল। ৭০০ পদ খালি। অনেক এএসআই, এসআই পদও শূন্য। এই অবস্থায়, মাত্র তিন দিনের মধ্যে এত বড় ইভেন্টের নিরাপত্তা নিশ্ছিদ্র করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। মাঠ ও মাঠের আশপাশে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
পুলিশ প্রাথমিক ভাবে জেনেছিল, মাঠে থাকতে পারেন সচিন তেণ্ডুলকর, নীতা অম্বানী, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কপুর, আলিয়া ভট্ট, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুন ধওয়ান, মহেন্দ্র সিংহ ধোনি, পি ভি সিন্ধু। এখন পর্যন্ত উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন আলিয়া, বরুণ ও জ্যাকলিন। মাঠে থাকছেন উদ্বোধনী ম্যাচের দুই দল এনইইউএফসির মালিক জন আব্রাহাম ও কেরল ব্লাস্টার্সের মালিক সচিন। সঙ্গে থাকছেন ধোনি, অভিষেক, সিন্ধু। রণবীরের আসার সম্ভাবনা আছে। নাচে-গানে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রায় ৫০০ শিল্পী।