বিমানের ককপিটে বলে হোলি পালন করছিলেন দুই পাইলট। ছবি: সংগৃহীত।
হোলির মরসুম। চারদিকে রঙের বাহার। কিন্তু কাছের মানুষদের সঙ্গে হোলি উদ্যাপন করতে পারছেন না। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে থাকলেও হোলি উদ্যাপনে বাধা পড়ল না। ৮ মার্চ হোলির দিন বুধবার নয়াদিল্লি থেকে গুয়াহাটির উদ্দেশে উড়ান দিয়েছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানের ককপিটে বসে গুজিয়া খেয়ে হোলি উৎসবের স্বাদ গ্রহণ করছিলেন দুই পাইলট। সঙ্গে ছিল পানীয়ের ব্যবস্থাও। ঘটনাটি বিমান সংস্থার আধিকারিকদের গোচরে আসায় দু’জন পাইলটকে বসিয়ে দেন তাঁরা।
স্পাইসজেট বিমান সংস্থার মুখপাত্র এই প্রসঙ্গে বলেন, ‘‘ককপিটের ভিতর বসে খাওয়াদাওয়া করার কোনও নিয়ম নেই। পাইলট থেকে শুরু করে সকল ক্রু সদস্যকে এই নিয়ম মেনে চলতে হয়।’’ দুই পাইলট নিয়ম লঙ্ঘন করার ফলে বিমানটি কোনও বিপদের মুখে পড়তে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থার উচ্চ আধিকারিকেরা।
আধিকারিকদের তরফে জানানো হয়েছে যে, পাইলটদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। স্পাইসজেট সংস্থার তরফে তদন্তও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।