Accident

রাস্তা পার হচ্ছিলেন ১৭ জন মহিলা, ৫ জনকে পিষে দিল দ্রুত গতির এসইউভি, গুরুতর জখম ৩

পুলিশ সূত্রে খবর, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে রান্নার কাজে যাচ্ছিলেন ওই মহিলারা। পুণে-নাসিক হাইওয়ের পাশে একটি ম্যারেজ হলে ওই অনুষ্ঠান ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৯
Share:

গাড়ির ধাক্কায় মৃত্যু ৫ মহিলার। প্রতীকী ছবি।

একসঙ্গে ১৭ জন মহিলা রাস্তা পার হচ্ছিলেন। তখনই দ্রুত গতিতে ছুটে আসে একটি এসইউভি। মহিলাদের মধ্যে ৫ জনকে পিষে দিয়ে চলে যায় সেটি। গুরুতর জখম হয়েছেন ৩ জন। সোমবার রাত পৌনে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের শিরোলি গ্রামের কাছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে রান্নার কাজে যাচ্ছিলেন ওই মহিলারা। পুণে-নাসিক হাইওয়ের পাশে একটি ম্যারেজ হলে ওই অনুষ্ঠান ছিল। মহিলারা সকলে পুণে থেকে ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাতে হাইওয়ে পার হচ্ছিলেন তাঁরা। তখনই একটি গাড়ি এসে মহিলাদের ওই ভিড়ে ঢুকে পিষে দিয়ে যায় ৫ জনকে। কয়েক জন রাস্তার ধারে ছিটকে পড়েন।

খেড় থানার এক আধিকারিক বলেন, “গাড়িটি মহিলাদের ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দুই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। বাকি ৬ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের মধ্যে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জনের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থাও সঙ্কটজনক।”

Advertisement

পুলিশ আরও জানিয়েছে, এই মহিলারা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ করেন। সকলেই একসঙ্গে অনুষ্ঠান বাড়িতে কাজে যান। সোমবারেও তাঁরা বিয়েবাড়িতে রান্নার কাজে যাচ্ছিলেন। একসঙ্গে তাঁরা হাইওয়ে পার হচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে। খোঁজা হচ্ছে চালককেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement