Delhi Accident

দিল্লির রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীকে চাপা দিয়ে পালাল গাড়ি, গুরুতর জখম আরও এক

মঙ্গলবার সকালে পূর্ব দিল্লির পাণ্ডবনগরের কাছে এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াত করা গাড়িগুলিতে তল্লাশি চালাচ্ছিলেন এসআই গঙ্গাসরণ এবং তাঁর সহকর্মী এএসআই অজয় তোমর। তখন ভোর সাড়ে ৫টা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯
Share:

দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার সকালে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে রাস্তায় টহল দিচ্ছিলেন দিল্লি পুলিশের এক সাব-ইনস্পেক্টর (এসআই)। সেই সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। শুধু এসআই নয়, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন একটি পিকআপ ভ্যানের চালকও।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত এসআইয়ের নাম গঙ্গাসরণ (৫৪)। মঙ্গলবার সকালে পূর্ব দিল্লির পাণ্ডবনগরের কাছে এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াত করা গাড়িগুলিতে তল্লাশি চালাচ্ছিলেন এসআই গঙ্গাসরণ এবং তাঁর সহকর্মী এএসআই অজয় তোমর। তখন ভোর সাড়ে ৫টা। তল্লাশি চালানোর সময় একটি পিকআপ ভ্যানকে দাঁড় করান গঙ্গাসরণ। পিকআপ ভ্যানের চালক রামগোপালও গাড়ি থেকে নেমে এসে রাস্তার পাশে দাঁড়ান।

পিকআপ ভ্যানের কাগজপত্র পরীক্ষা করছিলেন এসআই গঙ্গাসরণ। সেই সময় গাজ়িয়াবাদের দিক থেকে একটি গাড়ি দিল্লির সরাই কালে খানের দিকে যাচ্ছিল। সেই গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গঙ্গাসরণ এবং রামগোপালকে পিছন থেকে এসে ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়েন। গাড়িটি ধাক্কা মেরেই দ্রুতগতিতে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় গঙ্গাসরণ এবং রামগোপালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা গঙ্গাসরণকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক রামগোপাল।

Advertisement

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) অম্রুতা গুগুলোথ জানিয়েছেন, পিকআপ ভ্যানের কাগজপত্র পরীক্ষা করার সময় এই ঘটনাটি ঘটেছে। মৃত এসআই গঙ্গাসরণের পাঁচ সন্তান এবং স্ত্রী রয়েছেন। অন্য দিকে, পিকআপ ভ্যানের চালক রামগোপাল দিল্লির নাংলোইয়ের বাসিন্দা। এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করা চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement