কয়েক মুহূর্তের ব্যবধানে পর পর দু’বার দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি। ছবি: এক্স (সাবেক টুইটার)।
তেলঙ্গানায় দুই গাড়ির সংঘর্ষ। আহত হয়েছেন চার জন আরোহী। স্থানীয় সূত্রে খবর, উচ্চগতিতে সিদ্দিপেট থেকে হায়দরাবাদ যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে গাড়িটি রাস্তার অন্য দিকে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ি আবার সেই গাড়িতে ধাক্কা মারে। শূন্যে উঠে কিছুটা দূরে গিয়ে পড়ে গাড়িটি। কয়েক মুহূর্তের ব্যবধানে পর পর দু’বার দুর্ঘটনার কবলে পড়ে সেটি। সেই ঘটনায় দু’টি গাড়ির চার আরোহী আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
দুর্ঘটনাটি রাস্তার উপরে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনার কারণে দু’টি গাড়িরই বনেট দুমড়ে মুচড়ে গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তেলঙ্গানার বিধায়ক লাস্য নন্দিতা। গত শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে নন্দিতার গাড়ি। গুরুতর জখম অবস্থায় ৩৭ বছর বয়সি বিধায়ককে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর।