Bihar Assembly Election 2020

হত্যার রাজনীতি করে সমর্থন পাওয়া যায় না, বললেন মোদী

মঙ্গলবারই ফল বেরিয়েছে বিহার নির্বাচনের। ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট জিতেছে ১২৫ আসনে। মহাগঠবন্ধন পেয়েছে ১১০টি আসন।

নরেন্দ্র মোদী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৯:১১
Share:
Advertisement

মঙ্গলবারই ফল বেরিয়েছে বিহার নির্বাচনের। ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট জিতেছে ১২৫ আসনে। মহাগঠবন্ধন পেয়েছে ১১০টি আসন। এই নির্বাচন ঘিরে প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। লড়াইও হাড্ডাহাড্ডি হয়েছে। যদিও শেষে বাজিমাত করেছে এনডিএ জোট। তবে নীতীশ কুমারের জেডিইউ এ বার খুব একটা ভাল ফল করতে পারেনি। বিজেপি তুলনামূলক অনেক ভাল ফল করেছে। অন্য দিকে, আরজেডিও যথেষ্ট টক্কর দিয়েছে।

বিহার নির্বাচনের ফল ঘিরে বিজয়োত্সবে মেতেছিল দিল্লি। বুধবার বিজেপির সদর দফতরে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সদর দফতরের সামনে কয়েক হাজার কর্মী হাজির হয়েছেন। সদর দফতরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ বিজেপির শীর্ষ নেতারা।

Advertisement

মঙ্গলবারই ফল বেরিয়েছে বিহার নির্বাচনের। ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট জিতেছে ১২৫ আসনে। মহাগঠবন্ধন পেয়েছে ১১০টি আসন। এই নির্বাচন ঘিরে প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। লড়াইও হাড্ডাহাড্ডি হয়েছে। যদিও শেষে বাজিমাত করেছে এনডিএ জোট। তবে নীতীশ কুমারের জেডিইউ এ বার খুব একটা ভাল ফল করতে পারেনি। বিজেপি তুলনামূলক অনেক ভাল ফল করেছে। অন্য দিকে, আরজেডিও যথেষ্ট টক্কর দিয়েছে। সেই জয়কে ঘিরে বিজয়োত্সবে মেতেছে দিল্লি।

বুধবার বিজেপির সদর দফতরের সামনে কয়েক হাজার কর্মী হাজির হয়েছিলেন। এ দিন মঞ্চে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছতেই মোদী..মোদী রব তোলেন কর্মীরা। এ দিন দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বিহারের ফলেই স্পষ্ট, উন্নয়নই ভোটে জয়ের চাবি। কাজ করলে সমর্থন মিলবে।”

Advertising
Advertising

করোনা পরিস্থিতির মধ্যে ভোট করাটা খুব কঠিন কাজ ছিল। কিন্তু যে ভাবে সবাই মিলে এই ভোটকে এগিয়ে নিয়ে গিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ বলেই জানান মোদী। তিনি বলেন, “আত্মনির্ভর বিহারের উপর মানুষ ভরসা রেখেছেন। আর সেটাই জয় এনে দিয়েছে।”

বিজেপির বার বার সাফল্যের পিছনে দলের গভর্ন্যান্স মডেল রয়েছে বলেও জানান মোদী। হত্যার রাজনীতি নয়, উন্নয়ন দিয়েই যে ভোটে জেতা যায়, বিহারের নির্বাচনের ফল সেটা দেখিয়ে দিল।

মোদী বলেন—

• ভোকাল ফর লোকাল-ই মন্ত্র। বললেন মোদী। কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না।

• নিজের পরিবার, নিজের খেয়াল রেখে দিওয়ালি পালন করুন।

• হত্যার রাজনীতি করে সমর্থন পাওয়া যায় না।

• নির্বাচনের এই ফল আমাদের আরও কাজ করার অনুপ্রেরণা দেয়।

• আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাব, অনবরত করে যাব।

• বিজেপির সফলতার কারণ কর্মীদের ত্যাগ ও তপস্যা।

• কাশ্মীর থেকে কন্যাকুমারি পর্যন্ত ‘ফ্যামিলি পার্টি’ বা পরিবারবাদ পার্টি দেশের গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনছে।

• কাল থেকেই খবরে দেখছি সাইলেন্ট ভোটার। বিজেপির কাছে রয়েছে সাইলেন্ট ভোটার। বার বারই এই সাইলেন্ট ভোটার বিজেপিকে আশীর্বাদ দিচ্ছে।

• আত্মনির্ভর বিহারের উপর যে আস্থা রেখেছে বিহারের মানুষ তার জন্য কৃতজ্ঞ।

• বিহারে বিশ্বাস জিতেছে।

• যে ভাবে বিহারের জনতা জবাব দিয়েছে, আমার জবাব সে রকম স্পষ্ট।

• করোনার সময় রেশন এবং গরিবদের জন্য যে পদক্ষেপ করেছে সরকার, তার ফল এই জয়।

• করোনার বিরুদ্ধে ভারত যে ভাবে লড়েছে, আর কোথাও এমন দেখা যায়নি।

• বিজেপির সফলতার নেপথ্যে রয়েছে দলের গভন্যান্স মডেল।

• উন্নয়নই ভোটে জয়ের চাবি।

• দেশের সুরক্ষা, শিক্ষাব্যবস্থা, নতুন ব্যবস্থা বা কৃষক-শ্রমিক— বিজেপির উপর আস্থা বেড়েছে মানুষের।

• বিহারের ফলে স্পষ্ট কাজ করলে সমর্থন মিলবে।

• করোনায় ভোটের হার কমবে এই আশঙ্কাকে মানুষ দূর করেছে।

• নির্বাচন প্রক্রিয়া ভারতের কাছে গৌরবের।

• বিজেপিই একমাত্র দল যাকে গোটা দেশে মানুষ ছড়িয়েছে।

• এই নির্বাচনে বিজেপি, এনডিএ-কে বিপুল মানুষ সমর্থ করেছেন।

• করোনার এই সঙ্কটে ভোট করানো খুব কঠিন ছিল।

• আগে বিহারে ভোট মানেই কত লোক মারা গেছে এই খবর থাকত, এখন সেটা বদলেছে। এখন ভোটের হার নিয়ে খবর হয়।

• গণতন্ত্রের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।

• কাল গোটা দেশের নজর ছিল সংবাদমাধ্যমের উপর।

• দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ।

জেপি নড্ডা বলেন—

• বিহারের নির্বাচনে উন্নয়নের জয় হয়েছে।

• প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত বানানোর চেষ্টা করছেন তাতে বিহারের মানুষ সমর্থন জানিয়েছেন।

• দেশবাসী মোদীজিকেই সমর্থন করেছেন।

• বিহার ভোটের জয়ের জন্য সকলকে ধন্যবাদ।

• প্রধানমন্ত্রীর জন্যই এই সমর্থন

• এই জয় শুধু বিহারের নয়, গোটা দেশের জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement