সনিয়া গাঁধীর সঙ্গে রাহুল ও প্রিয়ঙ্কা। ফাইল ছবি।
চিকিৎসা করাতে বিদেশ যাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সঙ্গে যাবেন ছেলেমেয়ে রাহুল ও প্রিয়ঙ্কা। মঙ্গলবার কংগ্রেসের তরফে এ কথা জানানো হয়েছে।
কংগ্রেসের তরফে জানানো হয়নি ঠিক কবে তাঁরা বিদেশ যাচ্ছেন, বা কোথায় কোথায় যাবেন। যদিও আগামী ৪ সেপ্টেম্বর কংগ্রেসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচিতে বক্তৃতা করার কথা রাহুলের। সেই কর্মসূচি বহাল রয়েছে।
দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী বিদেশ যাচ্ছেন। নয়াদিল্লি ফেরার আগে সনিয়া অসুস্থ মায়ের সঙ্গেও দেখা করবেন।’ জয়রাম আরও বলেন, ‘‘রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও কংগ্রেস সভানেত্রীর সঙ্গে যাবেন।’’
চিকিৎসার জন্য এর আগেও একাধিক বার বিদেশ গিয়েছেন সনিয়া। কিন্তু এ বারের সফর তাৎপর্যপূর্ণ, কারণ, আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কংগ্রেসের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ‘ভারত জোড়ো’ কর্মসূচি। দলের সভাপতি নির্বাচনের দিনক্ষণও ঘোষণা হতে পারে এ সপ্তাহেই।