নরেন্দ্র মোদীর ‘কৃষক-বিরোধী’ নীতির প্রতিবাদে আন্দোলনে নামছেন অটলবিহারী বাজপেয়ীর প্রাক্তন কৃষি প্রতিমন্ত্রী! প্রধানমন্ত্রী থাকার সময়ে কৃষি মন্ত্রক নিজের কাছে রেখেছিলেন বাজপেয়ী। সেই মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন সোমপাল শাস্ত্রী। আগামিকাল তিনিই বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে কৃষকদের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামছেন। তাতে যোগ দেবেন বিজেপির আর এক বিক্ষুব্ধ নেতা এবং বাজপেয়ী মন্ত্রিসভারই প্রাক্তন সদস্য যশবন্ত সিন্হা।
বিজেপির বিক্ষুব্ধদের তালিকায় এ বার যোগ হল সোমপালের নামও। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘অটলবিহারী বাজপেয়ী কৃষকদের প্রতি সংবেদনশীল ছিলেন। যে কোনও সমস্যার দ্রুত নিদান দিতেন। কিন্তু নরেন্দ্র মোদীকে কৃষকদের প্রতি সংবেদনহীন বললেও কম বলা হবে। আসলে তিনি আপাদমস্তক কৃষক-বিরোধী। তাই যা যা প্রতিশ্রুতি তিনি ভোটের আগে দিয়েছিলেন, সেগুলির একটিও পূরণ করেননি। সরকারের চার বছর হতে চলল, প্রতিশ্রুতি রক্ষার আর কোনও সময়ও নেই। সেই কারণেই আন্দোলনে নামতে হচ্ছে।’’
মন্দসৌরে কৃষকদের উপরে গুলি চলার পর থেকেই কৃষক আন্দোলন মাথা চাড়া দেয়। সেই আন্দোলনের পুরোধা শিবকুমার শর্মাও অতীতে আরএসএসের কৃষক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। সোমপালও এক সময়ে মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহানের রাজ্য যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন। কিন্তু এখন তিনি বোঝাচ্ছেন, কৃষকদের প্রতি বিজেপির মনোভাবে মোহভঙ্গ হয়েছে তাঁর। কংগ্রেসের নেতা আর পি এন সিংহের মতে, ‘‘কেন্দ্র কৃষকদের দুরবস্থা ঘোচাতে কিছুই করেনি। এর খেসারত ভোটে দিতে হবে।’’