Road Accident

ঘুমন্ত পথবাসীদের পিষে দিল লরি, সুরাতে মৃত ১৫

দ্রুতগতির লরি পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। বাকি ৮ জনকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১০:০২
Share:

লরি পিষল ঘুমন্ত শ্রমিকদের। সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।

ফুটপাতে শুয়ে ঘুমোচ্ছিলেন ওঁরা। তাঁদের উপর দিয়ে লরি চলে যাওয়ায় মৃত্যু হল ১৫ জনের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতের কিম চার রাস্তা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, সুরাতের রাস্তার ওই ফুটপাতে বেশ কয়েক জন শুয়েছিলেন। তাঁদের সকলের বাড়ি রাজস্থানের বাঁশওয়ারা জেলায়। পেশায় শ্রমিক। দ্রুতগতির লরি পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। বাকি ৮ জনকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা নিয়ে সুরাতের ডেপুটি পুলিশ সুপার সিএম জাদেজা বলেছেন, ‘‘আখ বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে লরিটির ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখনই ফুটপাতের উপর দিয়ে গিয়ে পিষে দেয় ঘুমন্ত শ্রমিকদের।’’ টুইটে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ করে টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement