জঙ্গি নিধনের পর সেনাবাহিনীর জওয়ানরা। ছবি পিটিআই
বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরের কুলগামে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে। গুলিতে নিহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দাও। জখম অন্তত ১০ জন। অন্য দিকে জম্মুর রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি হামলায় আহত হয়েছেন এক সেনা।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলগামের চৌগাম এলাকায় অভিযান শুরু করে বাহিনী। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, নিহত পাঁচ জঙ্গিই স্থানীয় যুবক। তাদের নাম গুলজার আহমেদ পাদের, ফয়জল আহমেদ রাঠের, জাহিদ আহমেদ মির, মসরুর মলভি। এরা লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের সদস্য। পুলিশ জানিয়েছে, গত বছর একটি ব্যাঙ্কের ক্যাশ গাড়ি লুঠের ঘটনায় জড়িত ছিল হিজবুল জঙ্গি গুলজার আহমেদ পাদের ও তার সঙ্গীরা। সে দিন তারা গাড়ি থেকে পাঁচ পুলিশকর্মী ও দুই নিরাপত্তারক্ষীকে নামিয়ে গুলি করে মারে। নিহত অন্য জঙ্গিদের বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।