সীতারাম ইয়েচুরি নিজের হাতে সংবর্ধনা দিলেন ভি এস অচ্যুতানন্দনকে
প্রায় তিন বছর আগে কলকাতা প্লেনামের মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়েছিল তাঁকে। অসম্মানে মাথা নিচু করে সম্মেলনকক্ষ ছেড়়েছিলেন তিনি! পার্টি কংগ্রেসের মঞ্চে এ বার তাঁকে মর্যাদা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন সীতারাম ইয়েচুরি। মঞ্চে ডেকে নিজের হাতে সংবর্ধনা দিলেন ভি এস অচ্যুতানন্দনকে।
খন তাঁর নাম ডাকা হচ্ছে, ভি এস শৌচালয়ে। ধৈর্য ধরে সকলকে অপেক্ষা করতে বললেন সিপিএমের সাধারণ সম্পাদক। অবিভক্ত কমিউনিস্ট পার্টির তেনালি কনভেনশন থেকে বেরিয়ে গিয়ে ১৯৬৪ সালে কলকাতার ত্যাগরাজ হলে পাল্টা সম্মেলন করে যে ৩২ জন পৃথক দল সিপিএম প্রতিষ্ঠার ভিত গড়়েছিলেন, তাঁদের মধ্যে ৯৪ বছরের ভি এস এবং ৯৬ বছরের এন শঙ্করাইয়া— এই দু’জনই শুধু এখন জীবিত।
সারা জীবনের কাজের জন্য হায়দরাবাদ পার্টি কংগ্রেসে বিশেষ সংবর্ধনা দেওয়া হল দু’জনকেই। তবে ‘গুরু’ ভি এসের প্রতি শিষ্য সীতারামের শ্রদ্ধাঞ্জলিই নজর এবং হাততালি কাড়়ল বেশি!