—প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাখি পূর্ণিমার দিন আচমকা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভাইয়ের। চোখে জল নিয়ে মৃত ভাইয়ের হাতেই রাখি পরিয়ে দিলেন বোন। সেই ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে সমাজমাধ্যমেও।
ঘটনাটি তেলঙ্গানার পেডাপল্লী জেলার। মৃতের নাম চৌধুরী কনকাইয়া। মঙ্গলবার আচমকা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বুধবারই ছিল রাখি পূর্ণিমা। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও নানা আয়োজন হয়েছিল তাঁর বাড়িতে। বোন এসেছিলেন। কিন্তু রাখির আগেই যুবকের মৃত্যু হয়।
উৎসবের আমেজে এই মৃত্যুসংবাদে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। কিন্তু রাখি পরানোর সিদ্ধান্তে অনড় ছিলেন তরুণী। তিনি মৃত ভাইয়ের হাতেই রাখি বেঁধে দেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, পরিবারের সকলে মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আছেন। এক পাশে বসে কাঁদতে কাঁদতে ভাইয়ের নিথর হাতে রাখি পরাচ্ছেন বোন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। এই ভিডিয়ো দেখে নেটাগরিকেরা নানা জনে নানা মন্তব্য করছেন। রাখির আবহে আবেগতাড়িত হয়ে পড়ছেন অনেক বোন।
বুধবার দেশ জুড়ে রাখি পূর্ণিমা পালিত হয়েছে। পূর্ণিমার হিসাব অনুযায়ী বৃহস্পতিবারও এই উৎসব পালন করছেন অনেকে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে সাধারণত রাখিবন্ধন পালন করা হয়। এই দিন ভাই বা দাদাদের মঙ্গলকামনা করে বোনেরা তাঁদের হাতে রাখি বেঁধে দেন।