মায়ের সঙ্গে সিধু মুসে ওয়ালা। — ফাইল চিত্র।
পুত্রসন্তানের জন্ম দিলেন পঞ্জাবি তারকা র্যাপার সিধু মুসে ওয়ালার মা চরণ কউর। ২০২২ সালের ২৯ মে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল মুসে ওয়ালার। ছেলের মৃত্যুর পর থেকেই আবার সন্তানধারণের কথা ভাবছিলেন চরণ। রবিবার তিনি একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। তার পর সদ্যোজাতকে নিয়ে সমাজমাধ্যমে ছবি দেন সিধুর বাবা বলকৌর সিংহ। ছবির ক্যাপশনে খুদেকে ছোট্ট মুসে ওয়ালা হিসাবেই অভিহিত করা হয়েছে।
২০২২ সালের ২৯ মে পঞ্জাবে খুন হয়েছিলেন পঞ্জাবের তারকা র্যাপার তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা। তাঁর খুনে অভিযুক্ত সতীন্দর সিংহ ব্রার ওরফে গোল্ডি ব্রারকে সম্প্রতি ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মুসে ওয়ালার হত্যার পরে গোল্ডি ফেসবুকে পোস্ট করে জানান, তাঁর দলের দুই সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি খুনের পরিকল্পনা করেন। মামলার তদন্তের জেরে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য গোল্ডির বিরুদ্ধে গত বছর জুনে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারির আবেদন জানিয়েছিল ভারত। তা মেনে নেয় ইন্টারপোল। তাঁকে ‘পলাতক অভিযুক্ত’ ঘোষণা করা হয়। এখনও ফেরার সেই গোল্ডি। এর মধ্যেই মুসে ওয়ালা পরিবারে আগমন নতুন সদস্যের।
সিধুর মায়ের বয়স ৫৮, বাবার বয়স ৬০ ছুঁই ছুঁই। গায়কের মৃত্যুর পরেই ফের সন্তানের নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন তাঁরা। শোনা যাচ্ছে, আইভিএফের সাহায্যেই অন্তঃসত্ত্বা হন সিধুর মা। রবিবার তিনি জন্ম দিলেন পুত্রসন্তানের।