Sidhu Moose wala

Sidhu Moosewala Murder: সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডে পুলিশি জালে আরও এক শ্যুটার, পাকড়াও তাঁর সহযোগীও

পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা হত্যায় আরও এক শ্যুটারকে পাকড়াও করল পুলিশ। পুণে থেকে আটক করা হয়েছে তাঁর সহযোগীকেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ০৯:২১
Share:

পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা হত্যায় আরও এক শ্যুটারকে পাকড়াও করল পুলিশ। সোমবার ভোরে পুণে থেকে সন্তোষ যাদব নামে এক শ্যুটারকে আটক করা হয়েছে। মুসে ওয়ালাকে খুনে ওই শ্যুটারের যোগ রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। সন্তোষের এক সহযোগীকেও ধরেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সন্তোষ যাদব নামে ওই শ্যুটার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের এক সদস্য। ২০২১ সালে পুণের মাঞ্চার থানায় একটি খুনের মামলায় তাঁকে আটক করা হয়েছিল। গত সপ্তাহে গায়ক ও কংগ্রেস নেতা সিধুকে খুনের অভিযোগে হরকমল রানু নামে এক শার্পশ্যুটারকে গ্রেফতার করা হয়। ধৃত যুবক ভাতিন্ডা জেলার বাসিন্দা। এর আগে কেশব নামে আর এক বন্দুকবাজকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisement

গত ২৯ মে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে আততায়ীদের গুলিতে নিহত হন পঞ্জাবি গায়ক সিধু। খুনের দিন সন্দীপ সিং ওরফে কেকদার সঙ্গে দেখা গিয়েছিল কেশবকে। খুনের ঠিক আগেই পঞ্জাবি গায়কের সঙ্গে নিজস্বী তুলেছিলেন সন্দীপ। আগেই সন্দীপকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত ২৯ মে সিধুর বাড়ি ও সংলগ্ন এলাকায় রেইকি চালাতে কেশবকে সাহায্য করেছিলেন সন্দীপ। হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করেছিলেন বলে অভিযোগ উঠেছে কেশবের বিরুদ্ধে। তাঁর সহযোগী চেতনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement