Farmers Protest

কৃষক আন্দোলনে যেতে চেয়েছিলেন শুভমনের দাদু, বলছে পরিবার

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, কৃষক পরিবার থেকে উঠে আসা শুভমনও বোঝেন আন্দোলনের গুরুত্ব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৪:৪০
Share:

শুভমন গিল এবং তাঁর বাবা লখিন্দর। —ফাইল চিত্র

অস্ট্রেলিয়া সফরে মাঠে ব্যট হাতে লড়ছেন শুভমন গিল। কিন্তু তাঁর বাবা-কাকাদের ক্রিকেট মাঠের চেয়েও বেশি নজর রয়েছে দিল্লির কৃষক আন্দোলনে। শুভমনের দাদু দিল্লিতে চাষিদের আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু বয়সের কারণে সেই প্রবীণকে বাধা দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

Advertisement

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, কৃষক পরিবার থেকে উঠে আসা শুভমনও বোঝেন আন্দোলনের গুরুত্ব।

শুভমনের পঞ্জাবের বাড়িতে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের সময়টুকু বাদ দিয়ে টিভিতে বাকি সময়টা চোখ রয়েছে কৃষক আন্দোলনের দিকে। কারণ, ডানহাতি এই ব্যাটসম্যানের বাবা-ঠাকুরদা থেকে পূর্বপুরুষের প্রায় সবাই চাষের কাজ করেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে শুভমনের বাবা লখিন্দর বলেছেন, ‘‘বাবা চেয়েছিলেন কৃষকদের আন্দোলনে যোগ দিতে। কিন্তু তাঁর বয়সের কথা মাথায় রেখে আমরাই নিষেধ করেছি।’’

Advertisement

ছেলের প্রসঙ্গে বলতে গিয়ে লখিন্দর বলেন, ‘‘শুভমনের ছোটবেলা কেটেছে গ্রামে। দাদু, বাবা-কাকাদের চাষের কাজ করতে দেখেছে। নিজেও চাষের কাজ করেছে। তাই ও জানে, এই প্রতিবাদ কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’’ গ্রামের মাঠেই তাঁর ক্রিকেটের হাতেখড়ি, জানিয়ে লখিন্দর বলেন, ‘‘গ্রামের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে ও খুব আন্তরিক।’’

আরও পড়ুন: শুভেন্দু অধ্যায় ‘ক্লোজড’, দলের অন্দরে স্পষ্ট বার্তা দলনেত্রী মমতার

আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় ফের শুভেন্দুর পোস্টার, পদ ছাড়া কাজের বার্তা

শুধু তাই নয়, ক্রিকেটার না হলে শুভমন কৃষকই হতেন, বলছেন লখিন্দর। তাঁর কথায়, ‘‘আপনাদের বলতে পারি, ক্রিকেটার হওয়ার সুযোগ না এলে শুভমন কৃষকই হত। এখনও চাষের প্রতি ওর যথেষ্ট আগ্রহ আছে। এমনকী ক্রিকেট কেরিয়ারের শেষে গ্রামে ফিরে চাষের কাজই করবে বলেও জানিয়েছে শুভমন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement