Citizenship Amendment Act

মোদীজি ঈশ্বরের চেয়ে কম নন, বললেন শিবরাজ

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের নানা ভাবে নিপীড়িত হওয়ার কাহিনীও তুলে ধরেন শিবরাজ।

Advertisement

সংবাদ সংস্থা

ইনদওর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১১:৫৩
Share:

নরেন্দ্র মোদীকে ঈশ্বরের সঙ্গে তুলনা শিবরাজের। —ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিতর্কের মধ্যে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ঈশ্বর’-এর সঙ্গে তুলনা করে বসলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান। তাঁর কথায়, ‘‘পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার মানুষদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছেন। নরেন্দ্র মোদী আপনি ঈশ্বরের চেয়ে কোনও অংশে কম নন।’’

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রবিবার ইনদওরে সিন্ধি ও পঞ্জাবিদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল বিজেপি। দলের কার্যকরী সভাপতি জেপি নড্ডাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেখানেই এমন মন্তব্য করেন শিবরাজ। তিনি বলেন, ‘‘ঈশ্বর আপনাদের জীবন দিয়েছেন, মা জন্ম দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীজি আপনাদের নতুন জীবন দান করেছেন। মান-সম্মান এবং মর্যাদা দিয়েছেন। তাই ঈশ্বরের চেয়ে কোনও অংশে কম যান না নরেন্দ্র মোদী। আপনারাই বলুন ঠিক বলছি কি না?’’

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের নানা ভাবে নিপীড়িত হওয়ার কাহিনীও তুলে ধরেন শিবরাজ। দাবি করেন, সে দেশে সংখ্যালঘুদের মন্দিরে যাওয়ার অধিকার ছিল না। ধর্ষণের শিকার হতেন তাঁরা। জোর করে নিকাহ করানো হতো। তাই মুখ্যমন্ত্রী থাকাকালীন ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও কখনও সেখান থেকে পালিয়ে আসা মানুষদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে দেননি বলেও জানান শিবরাজ সিংহ চৌহান। তাঁর যুক্তি, এত কিছুর পর আর নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করা উচিত নয়। বরং নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে অভিবাদন জানানো উচিত সকলের।

Advertisement

নয়া নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেস সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তোলেন জেপি নড্ডাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement