লখনউয়ে গাইতে এলে গুলাম আলির মুখে কালি ছেটানোর হুমকি শিবসেনার!

যেখানে গুলাম আলি, সেখানেই শিবসেনা! গজল সম্রাটের পিছু ছাড়তে চাইছে না শিবসেনা! গান শোনার জন্য নয়। গুলাম আলির গানের মেহফিল ভেস্তে দেওয়ার জন্য!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ১৯:৪৯
Share:

যেখানে গুলাম আলি, সেখানেই শিবসেনা! গজল সম্রাটের পিছু ছাড়তে চাইছে না শিবসেনা! গান শোনার জন্য নয়। গুলাম আলির গানের মেহফিল ভেস্তে দেওয়ার জন্য!

Advertisement

লখনউয়ে ৩ ডিসেম্বর গজল সম্রাটের মেহফিল ভেস্তে দেওয়ার হুমকি দিল শিবসেনার উত্তরপ্রদেশ শাখা। লখনউয়ে পৌঁছলে গুলাম আলির মুখে কালি ছেটানোরও হুমকি দেওয়া হল। লখনউ মহোৎসবে ওই দিন গান গাওয়ার কথা গুলাম আলির।

সংগঠনের প্রধান অনিল সিং আজ ওই হুমকি দিয়ে বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের সরকার যদি চায় লখনউ মহোৎসব ভালয় ভালয় উতরে যাক, তা হলে তারা ওই উৎসবে গুলাম আলির মেহফিল বাতিল করুক। না হলে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হবে উত্তরপ্রদেশ সরকারকে।’’

Advertisement

এ দেশে পাকিস্তানি গজল সম্রাটের গানের মেহফিল বন্ধ করেই শুধু থেমে থাকতে চায় না শিবসেনার উত্তরপ্রদেশ শাখা। তারা আরও কিছু করে দেখাতে চায়!

তাই সংগঠনের রাজ্য শাখার প্রধান অনিল সিং বলেছেন, ‘‘কোনও ভাবে যদি গুলাম আলি লখনউয়ে এসে পৌঁছন, তা হলে মুম্বইয়ে সুধীন্দ্র কুলকার্নির যা হাল হয়েছিল, তার চেয়েও খারাপ কিছু হবে।’’

প্রশ্ন উঠেছে, লাগাতার অসহিষ্ণুতার পরিচয় দিয়ে কার মুখে কালি লাগাতে চাইছে শিবসেনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement