সঞ্জয় রাউত।
মিথ্যে প্রমাণ দেখিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে দাবি করলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। সেই সঙ্গে জানিয়ে দিলেন, তিনি মরে গেলেও এই চাপের মুখে নতিস্বীকার করবেন না। মহারাষ্ট্রের সদ্য ক্ষমতাচ্যুত শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয়ের বাড়িতে রবিবার সকালে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। সঞ্জয়ের বাড়িতে ইডির গোয়েন্দারা ঢোকার অনতিবিলম্বেই টুইট করে নিজের প্রতিক্রিয়া জানান শিবসেনার রাজ্যসভার সাংসদ। তিনি লেখেন, ‘‘মিথ্যে পদক্ষেপ। মিথ্যে প্রমাণ। কিন্তু মরে গেলেও আমি আপস করব না। শিবসেনাও ছাড়ব না।’’
সঞ্জয়ের বিরুদ্ধে মুম্বইয়ের একটি আবাসন বা ‘চল’ পুনরুন্নয়নের অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। এ ব্যাপারে সঞ্জয়কে সম্প্রতি দু’বার ডেকে পাঠিয়েছিল ইডি। গত ২০ জুলাই এবং ২৭ জুলাই। কিন্তু ইডির তলব পেয়েও হাজিরা দেননি উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা সাংসদ। বরং রবিবার সকালে মারাঠি ভাষায় একটি টুইট করে সঞ্জয় লেখেন, ‘আমার সঙ্গে কোনও দুর্নীতির যোগ নেই। আমি শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে এ কথা বলছি। বালাসাহেব আমাদের লড়তে শিখিয়েছিলেন। আমিও শিবসেনার হয়ে লড়ে যাব।’ এর সঙ্গেই তাঁর বাড়িতে ইডির তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, ‘মরে গেলেও আপস করব না। জয় মহারাষ্ট্র।’
যদিও সঞ্জয়ের এই দাবি শুনে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদমের পাল্টা প্রশ্ন, ‘‘যদি উনি কোনও দুর্নীতিতে জড়িত না থাকেন, তবে ভয় পাচ্ছেন কেন? কেনই বা ইডি ডাকা সত্ত্বেও দু’টি সমনের জবাব দেননি তিনি? কেন হাজির হননি ইডির দফতরে?’’