সাংবাদিক বৈঠকে সুখবীর সিংহ বাদল। ছবি সৌজন্য টুইটার
নরেন্দ্র মোদী সরকারের কৃষি বিল নিয়ে সরব হয়েছিল তারা। শেষমেশ এনডিএ ছেড়ে বেরিয়ে এল বিজেপির সবচেয়ে পুরনো শরিক শিরোমণি অকালি দল (এসএডি)। শিবসেনা, তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র পর এই নিয়ে তৃতীয় কোনও বড় শরিক দল এনডিএ-র জোট ছেড়ে বেরিয়ে এল। প্রসঙ্গত, এনডিএ-র শুরু থেকে আজ পর্যন্ত বিজেপির সঙ্গে থাকা একমাত্র দল ছিল অকালি দল।
কৃষি বিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে দলের প্রধান সুখবীর সিংহ বাদল বলেন, “এই বিল ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। দলের কোর কমিটির আপৎকালীন বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সুখবীর সিংহের অভিযোগ, এই বিল এবং ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্র নিজেদের অবস্থান থেকে সরেনি। তাদের একগুঁয়ে মনোভাবের জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অকালি দল। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, পঞ্জাব এবং পঞ্জাবি ও শিখদের স্বার্থে, বিশেষ করে কৃষকদের স্বার্থে তাঁদের দল যেমন কাজ করে এসেছে, তেমনটাই করে যাবে।
কৃষি বিল নিয়ে প্রথম দিকে মোদী সরকারের পাশে থাকলেও, পঞ্জাবে কৃষকদের ক্ষোভ বাড়তে থাকায় সেই অবস্থান থেকে শেষমেশ সরে আসে অকালি দল। কেন্দ্রীয় মন্ত্রী তথা সুখবীর সিংহের স্ত্রী হরসিমরৎ কউর বাদল বিলের প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহেই ইস্তফা দেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পঞ্জাবে কৃষক ভোটও একটা বড় বিষয়। তাই তাঁদের চটালে ভোটবাক্সে যে ব্যাপক প্রভাব পড়তে পারে তা ভাল ভাবেই জানে সুখবীর সিংহের দল। ফলে সরকারের মধ্যে থেকে সরকারের বিরোধিতা করা ছাড়া অকালি দলের হাতে কোনও উপায় ছিল না। এই কৃষি বিল ‘ধ্বংসাত্মক ও মারাত্মক’ এই অভিযোগ তুলে এ বার সরাসরি জোট ছেড়েই বেরিয়ে এল তারা।
আরও পড়ুন: আর কত দিন অপেক্ষা? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে সুর চড়ালেন মোদী