— ফাইল চিত্র
রামমন্দির গড়ার নামে জনগণের থেকে টাকা তোলার কর্মসূচিকে ২০২৪ সালের জন্য বিজেপির ভোট প্রচারের কৌশল আখ্যা দিল শিবসেনা। তাদের মুখপত্র সামনা-য় আজ বলা হয়েছে, মানুষের থেকে টাকা তুলে অযোধ্যায় রামমন্দির গড়ে তোলার সিদ্ধান্ত কখনও নেওয়া হয়নি। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই এখন এই পদক্ষেপ করা হচ্ছে। গোটা বিষয়টি করসেবকদের অপমান। রামের নাম করে রাজনৈতিক প্রচার বন্ধ হওয়া উচিত বলেই শিবসেনার মুখপত্রে মন্তব্য করা হয়েছে।
রামমন্দির নিয়ে তাদের এক সময়ের শরিক শিবসেনার এমন আক্রমণে ক্ষুব্ধ বিজেপি নেতারা। তাঁদের দাবি, শিবসেনার অভিযোগ সত্যি নয়। কারণ, বিজেপির কাছে রামমন্দির কোনও রাজনৈতিক বিষয় নয়। বিজেপি নেতাদের পাল্টা অভিযোগ, রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে বাধা দিয়েছিল শিবসেনা। এ বার মানুষ যখন স্বেচ্ছায় মন্দিরের জন্য দান করতে আগ্রহী, উদ্ধব ঠাকরের দল তখন তাতেও আপত্তি তুলছে।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই গত সপ্তাহে জানিয়েছিলেন, অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য দেশ জুড়ে প্রচার কর্মসূচি ও অর্থসংগ্রহ অভিযান শুরু করতে চলেছেন তাঁরা। তিনি বলেন, বিদেশ থেকে অর্থ সংগ্রহ করার অনুমোদন পায়নি ট্রাস্ট। সে জন্য দেশের মানুষের থেকেই টাকা তোলা হবে। সামনা-র সম্পাদকীয়তে কোনও দলের নাম না করেই বলা হয়েছে, ‘‘কোনও একটি দলের রাজনৈতিক স্বার্থের দিকে তাকিয়ে রামমন্দির গড়ে তোলা উচিত নয়। হিন্দুদের গর্বের কথা ভেবেই মন্দির গড়ে তোলা প্রয়োজন।’’ শিবসেনার মুখপত্রে আরও বলা হয়েছে, ‘‘রামের নামে এই প্রচার কর্মসূচি ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে। কোনও একটা সময়ে রামের নামে রাজনৈতিক প্রচার বন্ধ হওয়া উচিত। কিন্তু এখনও তা দেখা যাচ্ছে না।’’