jammu & kashmir

Jammu and Kashmir: কাশ্মীরের পুলিশ পদক থেকে সরল শেখ আবদুল্লার ছবি, পরিবর্তে বসবে অশোক স্তম্ভ

দেশ ভাগের সময় জম্মু কাশ্মীরকে ভারতে যুক্ত করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শেখ আবদুল্লা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০২২ ২৩:২৪
Share:

ছবি: সংগৃহিত।

শেখ আবদুল্লার ছবি আর খোদিত থাকবে না জম্মু কাশ্মীরের পুলিশ মেডেলে। জম্মু কাশ্মীর সরকার সিদ্ধান্ত নিয়েছে, আবদুল্লার পরিবর্তে ওই পদকে থাকবে জাতীয় প্রতীক। শের-ই-কাশ্মীর পদকের পরিবর্তে এখন থেকে ওই পদকের নাম হবে, জম্মু কাশ্মীর পুলিশ পদক। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে।

Advertisement

দেশ ভাগের সময় জম্মু কাশ্মীরকে ভারতে যুক্ত করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শেখ আবদুল্লা। রাজতন্ত্র থেকে সাংবিধানিক গণতন্ত্রে প্রবেশ করেছিল কাশ্মীর। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্ব অস্বীকার করে মুসলিম অধ্যুষিত এই রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করায় মত দেন। মহারাজা হরি সিংহ উপজাতি হামলার পর চলে গেলে তিনি পাকিস্তানি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান।স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ‘একদিকে শের-ই-কাশ্মীর শেখ মহম্মদ আবদুল্লার যে মূর্তি খোদিত ছিল পুলিশ পদকে সেখানে এ বার ভারতের জাতীয় প্রতীক (অশোকস্তম্ভ) বসবে, অন্য দিকে থাকবে জম্মু কাশ্মীরের প্রতীক।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement